
আলমডাঙ্গা অফিস:
একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা। মেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে বাংলাদেশের প্রথম রাজধানী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বিশিষ্ট সাহিত্যিক, নাট্যকার, কবি বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজমের একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় বইটির মোড়ক উন্মোচন করেন সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ পাটোয়ারী। বইটি মূলত কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মিরপুর ও আলমডাঙ্গার যুদ্ধকালীন কাহিনী, যা ইতিহাস সম্মৃদ্ধ। লেখক তাঁর লেখনীর মাধ্যমে সুনিপনভাবে আগামী প্রজন্মের জন্য বইটি উপস্থাপন করেছেন।
গ্রন্থটির মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ পাটোয়ারী, বিশিষ্ট কথা সাহিত্যিক বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি, মেহেরপুরের কৃতী সন্তান রফিকুর রশিদ, কবি, গবেষক, সংগঠক, ভাষাবিদ, ১৪০টি গ্রন্থের লেখক ও বহুল প্রচারিত দৈনিক দেশ জগতে-এর সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, মনজু খন্দকার, কবি রেহেনা ইসলাম, কবি নাসরিন শেলী, প্রকাশক কিশোর কারুনিকসহ আরও গুণীজন।
মনজু খন্দকার জানান, ‘খন্দকার হামিদুল ইসলাম আজম বহু গুণের অধিকারী। তিনি শুধু কবিই নন, তিনি একাধারে নাট্যকার, উপস্থাপক, সাংবাদিক, অভিনেতা, ফুটবলার ও সমাজ সেবক এবং একজন সাদা মনের মানুষও বটে।’ তিনি আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা জানাতে অন্তত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও ৯ম-১০ম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের ছেলে-মেয়েদের বইটি কিনে দেওয়া জরুরি বলে মনে করেন।