বিনোদন ডেস্ক: গানে ভারতের বিহারকে অপমান করায় এবার জেলে যেতে হতে পারে বলিউড তারকা গোবিন্দ ও শিল্পা শেঠিকে! ১৯৯৬ সালের ‘ছোটা সরকার’ সিনেমায় ‘এক চুম্মা ইউ উধার দেই দে, বদলেমে সারা বিহার লেলে’ শিরোনামের একটি গানে কোমর দোলাতে দেখা যায় গোবিন্দা এবং শিল্পা শেঠিকে। আর ওই গানে বিহারের মানুষকে অপমান করা হয়েছে বলে অভিযোগ। তবে শুধু শিল্পা বা গোবিন্দই নন; ওই গানের কারণে জেলে ঢুকতে হতে পারে উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক এবং সুরকার রানি মালিককেও। ১৯৯৬ সালে ছোটা সরকার সিনেমার ওই গানটিতে বিহার শব্দটি এভাবে ব্যবহার করা হয়েছে, তাতে বিহারিদের অনুভূতিতে আঘাত লেগেছে বলে এম এম তিওয়ারি নামে এক আইনজীবি মানহানির মামলা দায়ের করেন। কিন্তু ওই মামলায় একাধিকবার গোবিন্দা, শিল্পা, উদিত নারায়ণদের হাজিরা দেওয়ার কথা বলা হলেও তারা সেই নির্দেশ অমান্য করেন। গত কয়েক বছর ধরে কেউই ওই মামলায় হাজিরা দেননি। এরপর গত জুলাই মাসে ফের নতুন করে মামলা দায়ের করা হয় ওই তারকাদের বিরুদ্ধে। আদালত অবমাননার অভিযোগে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন শিল্পা, গোবিন্দা, অলকা ইয়াগনিক, উদিত নারায়ণরা।