
নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এএসআই জামসেদ ও এএসআই শাফায়েত পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে জি আর ও সি আর মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। গতকালই ২জন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আজ ২জনকে আদালতে সোপর্দ করা হবে জানা গেছে। আটকৃতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার উজোলপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মো: মুনতাজ আলী, বিশারত মন্ডলের ছেলে আলিহিম মন্ডল। এছাড়া সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে মো: লালচাঁদ ও তার পিতা দাউদ আলী। আটকৃতরা জি আর ও সি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।