ঋণ খেলাপির দাপট আছে

– এম এ মামুন
ঋণ খেলাপির দাপট আছে,
তাদের দলের ছাপট আছে।
ঋণ খেলাপির সুযোগ আছে,
ঋণ নিয়ে সব বদলে গেছে।

ব্যাংক ঋণে দালানকোঠা,
গাড়ি চড়েন দামি বেটা।
মন্ত্রী পাড়ায় থাকেন বেটা,
ঋণ খেলাপি বড্ড ঠেটা।

দেশজনতা জানত যদি,
রাখত নাকো নেতার গদি।
ঋণ খেলাপি গোলাম বদি,
মামলা করব হব বাদী।

খবর: (ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৩ লাখ কোটি টাকা)