উদ্বোধনী ম্যাচেই আর্সেনালের উড়ন্ত জয়

খেলাধুলা প্রতিবেদন
ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে উড়ন্ত সূচনা করেছে আর্সেনাল। আজ (শনিবার) ক্রাভেন কটেজে দারুণ খেলেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার উইলিয়ান। তিনি শুধু গোলটাই পাননি, খেলেছেন মাঠময়। দলের তিন গোলের দুটিতেই অবদান ছিল তার। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। উইলিয়ানের বাড়ানো বলে ফরাসি ফরোয়ার্ড লাকাজেতে বাঁ পায়ের শটে গোল করে দলকে প্রথম উৎসবে মাতান তিনি। এই গোলেই প্রথমার্ধ শেষ করে গানাররা। দ্বিতীয়ার্ধে আরও ভালো শুরু করেন মাইকেল আর্তেতার দল। ম্যাচের ৪৯ মিনিটে গোল করে চলতি মৌসুমে লিলি থেকে আর্সেনালে আসা ২২ বছর বয়সী ব্রাজিল ডিফেন্ডার গ্যাব্রিয়েল সান্তোস মাঘালহায়েস। গানারদের হয়ে অভিষেকেই গোল করেছেন এই তরুণ। চলতি মৌসুমে চেলসি থেকে আর্সেনালে আসা ব্রাজিল উইঙ্গার উইলিয়ানের নেওয়া কর্ণার থেকে হেড দিয়ে গোল করেন তিনি। এরপর ৫৭ মিনিটে দারুণ কাউন্টার অ্যাটাক থেকে দলের গোল ব্যবধান ৩-০ করেন পিয়ারে অবামেয়াং। আর্সেনাল স্ট্রাইকারের গোলেও সহায়তা দেন উইলিয়ান। আর্সেনালে নিজের অভিষেকে দারুণ খেলেছেন চেলসিতে সাত মৌসুম কাটিয়ে প্রতিদ্বন্দ্বী ক্লাব আর্সেনালে আসা এই তারকা। ১৯৯২ সালের পরে প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার হিসেবে উইলিয়ান অভিষেক ম্যাচে দুই গোলে সহায়তা দেওয়ার রেকর্ড গড়েছেন। ম্যাচের বাকি সময়েও আক্রমণ তুলেছে আর্সেনাল। তবে জয়ের ব্যবধান বড় করতে পারেনি তারা।