উথলী সেনেরহুদায় ওয়ার্ড আ.লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

উথলী প্রতিবেদক:
জীবননগর উথলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহফুজুর রহমান রিপন। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, সহ-প্রচার সম্পাদক সেলিম হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি তারা চাঁদ, শফিকুল ইসলাম শফি, এনামুল হক, শিয়াবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বশিয়ার, দপ্তর সম্পাদক শরিফ উদ্দীন, ধর্মবিষয়ক সম্পাদক মহিন উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদিকা হারেজা খাতুন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, শ্রমবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সদস্য শহিদুল হক, মকবুল, পিপাসা, মজিদ, সুমন, মন্টু, মেহের প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল হামিদ জুয়েল।