উথলী মৃগমারীতে বসত বাড়িতে আগুন : ব্যাপক ক্ষয়ক্ষতি
- আপলোড টাইম : ০৯:৫৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
- / ৩৭৬ বার পড়া হয়েছে
উথলী প্রতিনিধি: জীবননগর উথলীর মৃগমারী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মৃগমারী গ্রামের স্কুলপাড়ার মৃত মুক্তার আলী সর্দ্দারের ছেলে মোবারক হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে পুড়ে বসত বাড়ি ও গোয়ালঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. ওবাইদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্কুলপাড়ার মোবারক হোসেনের বসত বাড়িতে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে জীবননগর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে তাদের বসত ঘর ও গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।