
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার উথলীতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান পথসভা করেছেন। গতকাল শনিবার উথলী ১ নম্বর ওয়ার্ডে এ সভার আয়োজন করা হয়। উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, ওয়ালিউল্লাহ, ইলিয়াছ হোসেন ও মনোয়ার হোসেন মিণ্টু।
পথসভায় প্রধান অতিথি, নৌকার চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাধে কাধ মিলিয়ে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান। এছাড়াও উথলী ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আরও একটি পথসভার আয়োজন করা হয়।