উথলীতে ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলায় উথলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় উথলী ডিগ্রি কলেজ মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম কলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, সিনিয়র সহসভাপতি কফিল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিল্টু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা সেলিম হোসেন, শহিদুল ইসলাম পবন, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল আরেফিন ভুট্টো। অনুষ্ঠানে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।