শিরোনাম:
উত্ত্যক্তের শিকার কলেজছাত্রীর নারী দিবসে আত্মহত্যা
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৫:১৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
- / ৩০৭ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: উত্ত্যক্তের শিকার হয়ে বিশ্ব নারী দিবসের প্রথম প্রহরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। খাগড়াছড়ির মাটিরাঙা তবলছড়ি গ্রীণহিল কলেজের একাদশ শ্রেণির (মানবিক বিভাগ) ওই ছাত্রীর নাম আরিফা বেগম (১৯)। তিনি স্থানীয় মৃত. আবিদ আলী পোদ্দারের মেয়ে। আরিফাকে কলেজে যাতায়াতে দীর্ঘদিন হুসাইন উত্ত্যক্ত করে আসছিল। হুসাইন তবলছড়ি হাসপাতাল এলাকার মো. মিলনের ছেলে। মাটিরাঙা থানার ওসি সাহাদাত হোসেন জানান, আত্মহত্যার প্ররোচণার জন্য ওই ছাত্রীর দুলাভাই আবিদ বাদী হয়ে হুসাইনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
ট্যাগ :