ঈদের দিন বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় এতিমদের সাথে সময় কাটালেন সাহিদ গ্র“পের চেয়ারম্যান সাহিদুজ্জামান টরিক

14371951_1840846262817974_251446342_n - Copyশহর প্রতিনিধি:  সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির সভাপতি, সিঙ্গাপুরস্থ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, সিঙ্গাপুর চেম্বার অব কমার্সের উপদেষ্টা এবং সাহিদ গ্র“পের চেয়ারম্যান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন চুয়াডাঙ্গা টেনিস গ্রাউন্ড মাঠে। পরে নামাজ শেষে টরিক তার ছোট ভাই দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক এবং সাহিদ ট্রাভেলস এন্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক শরিফুজ্জামান শরীফ ও বন্ধুদের সাথে নিয়ে আল্লাহকে রাজি  খুশি করতে তার চুয়াডাঙ্গার বাড়িতে গরু কোরবানী দেন। এরপর নিজ গ্রাম আলমডাঙ্গা উপজেলার পাঁচ কমলাপুরে তাঁর বাবা মরহুম হাজী সামসুজ্জোহা’র কবর জিয়ারত করেন।  গ্রামে তার বাবার প্রতিষ্ঠিত দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিম খানার এতিম ও গ্রামবাসীদের সাথে দুপুরের আহার করেন। তিনি এলাকার অসহায় গরিব দুখির সাথে কথা বলেন ও তাদের সুখ দুঃখের কথা শোনেন। দরিদ্র মানুষের মাঝে অর্থ সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন সাহিদুজ্জামান টরিকের বন্ধুমহলসহ চুয়াডাঙ্গা পৌর সভার মেয়র জিপু চৌধুরী, আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, দৈনিক সময়ের সমীকরণের ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফুল ইসলাম শ্যামল, বার্তা সম্পাদক হুসাইন মালিক, নিউ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী সুমন পারভেজ, মাবুদ সরকার প্রমুখ।