সোহাগ মন্ডল, মুজিবনগর: পবিত্র ঈদুল আজহার ছুটিতে কোরবানির ব্যস্ততা কাটিয়ে ঈদের দ্বিতীয় দিনে বিনোদনের জন্য দূর-দূরান্ত থেকে ঐতিহাসিক মুজিবনগর পর্যটন কেন্দ্রে ছুটে আসেন বিনোদন প্রেমীরা। পর্যটকে মুখরিত ছিলো ঐতিহাসিক মুজিবনগর পর্যটন কেন্দ্র। ঈদের দ্বিতীয় দিন সোমবার মুজিবনগরসহ বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টির কারণে অনেকেই পরিবার পরিজন নিয়ে বের হতে পারেননি। আবার অনেকেই বৃষ্টিকে উপেক্ষা করে পরিবার সাথে নিয়ে ছুটে আসেন ঈদের আনন্দ উপভোগ করতে। এমন উপচে পড়া ভিড় এখনো দু-তিনদিন চলতে পারে বলে জানান স্থানীয়রা।
স্বাধীনতার সূতিকাগার মেহেরপুরের মুজিবনগর বিনোদন প্রেমীদের আকর্ষণের অন্যতম জায়গা। যেখানে দাঁড়িয়ে এক নজরে জানা যায় স্বাধীনতাযুদ্ধের ইতিহাস। জানা যায় কিভাবে এই দেশকে স্বাধীন করা হয়েছিল। বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে। এক নজরে দেখে যায় পুরো বাংলাদেশটাকে। তাই ঈদের দিন থেকে বাস- ট্রাক , মাইক্রো, মোটরসাইকেল, নছিমন, করিমন, আলমসাধুযোগে ভিড় জমাই বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা ।
চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে বেড়াতে আসা সাইফুল ইসলাম বলেন, ‘বিনোদনের জন্য পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। সন্তানদের বাংলাদেশের স্বাধীনতা ও সেক্টর ভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে পারছি, এতে আমার খুবই ভালো লাগছে।’
কুষ্টিয়া থেকে বেড়াতে আসা মামুনুর রশিদ জানান, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু তখনকার পাকিস্তানি বাহিনী কিভাবে আমাদের বাংলাদেশের উপর অত্যাচার নির্যাতন করেছিল, তা এখানে ঘুরতে এসে জানতে পারলাম। জানতে পারলাম স্বাধীনতাযুদ্ধের ইতিহাস।’
মুজিবনগর কমপ্লেক্সে পাহারায় দায়িত্বে আছেন অর্ধশত আনসার ব্যাটালিয়ন সদস্য। কোনোধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে মুজিবনগর থানার পুলিশ সদস্যরা সর্বদা সর্তক রয়েছেন।
সবকিছু পুলিশি নজরদারিতে আছে বলে জানান মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল। তিনি আরও বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ও মোটরসাইকেলের গতিরোধে মুজিবনগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।’
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত