
মেহেরপুর থেকে মেহের আমজাদ: আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। তাইতো কোরবানীর ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে মেহেরপুরের কামাররা। তবে বছরের অন্য সময় তাদের অলস সময় পার করতে হয়। বর্তমানে ইস্পাত-লোহা সংকট ও কয়লার দাম বেড়ে যাওয়ায় তাদের এই পেশায় ভাটা পড়েছে। অভাবের তাড়নায় বাপ-দাদার এই পেশা ছেড়ে দি”েছ অনেকে। মেহেরপুর জেলায় প্রায় অর্ধ শতাধিক কামারশালা রয়েছে। বিলুপ্তি হয়ে গেছে আরো অনেক কামারশালা। ঈদকে সমানে রেখে বছরের অন্যান্য সময়ের তুলনায় কাজের চাপ বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় পার করছেন কামারেরা। লোহা দিয়ে তৈরি দা, বোটি, ছুরি, ডাসা সহ গৃহস্থলির নানা উপকরণ বানিয়ে জিবিকা নির্বাহ করছেন। কিন্তু বর্তমান সময়ে ইস্পাত-লোহা সংকট ও কয়লার দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে তারা। আয় রোজগার কমে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছে এ পেশার মানুষরা। সরকারের সহযোগিতা না পেলে এ শিল্পকে ধরে রাখা যাবে না বলে মনে করেন এই পেশার সাথে জড়িত সংশ্লিষ্টরা। মেহেরপুর শহরের মুখার্জী পাড়ার কামার আলম চাঁদ বলেন, ঈদকে সামনে রেখে কাজের চাপ বেড়েছে তবে কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। আগে কয়লার দাম ছিল ২৫ টাকা থেকে ৩০ টাকা কিন্তু এখন দাম বেড়ে হয়েছে ৫০ টাকা থেকে ৬০টাকা। ভালো কয়লার দাম আরো অনেক বেশি। আগের তুলনাই ব্যবসার কদর কমেছে। চাহিদা অনুযায়ী কাজের মূল্য না পাওয়ায় এই ব্যবসা করে সংসার চালানো আর সম্ভব হচ্ছেনা।