দামুড়হুদা ও দর্শনার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযান
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবা, ৯০ লিটার বাংলা মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার ভিন্ন ভিন্ন সময়ে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন- দর্শনা ঠাকুরপুর গ্রামের মোসলেম মণ্ডলের ছেলে সোহাগ মণ্ডল (২২), দর্শনা থানাপাড়ার মৃত ইসলাম মীরের ছেলে ইউনুস মীর (৪২) ও কুন্দিপুরের মৃত আয়নালের ছেলে ইমরান (২২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস অভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি শফিকুর রহমানের নের্তৃত্বে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দামুড়হুদা থানাধীন দুর্গাপুর মোড় পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে সোহাগ মণ্ডল নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
অপর দিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে দর্শনা রেলবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইউনুছ মীর ও ইমরান নামের দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দখল হতে ৯০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।