বিশ্ব ডেস্ক:
ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে প্রস্তুত আমরা। ইরান হচ্ছে একটি আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা; এটি ইসরায়েলের জন্য একটি চ্যালেঞ্জ। গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যমের পক্ষ থেকে বেনি গান্তজকে জিজ্ঞেস করা হয়- ইরানের বিরুদ্ধে হামলার জন্য ইসরায়েল প্রস্তুত কিনা? উত্তরে তিনি ‘হ্যাঁ’ বলেই এই হুমকির কথা বলেন।
ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ওয়াই নেটকে ওয়েবসাইটকেও বলেছেন, ‘ইরানসহ কয়েকটি ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তেল আবিব।’ উল্লেখ্য, ওমান সাগরের উপকূলে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে অজ্ঞাত হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইরানের ওপর হামলার হুমকি দিলেন। ওই ট্যাংকারে হামলার জন্য ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা এবং রোমানিয়া ইরানকে দায়ী করেছে। ইরান এ অভিযোগ সরাসরি নাকচ করেছে। ট্যাংকারে হামলার ঘটনায় ব্রিটেন এবং রোমানিয়ার দুই ক্রু নিহত হয়। সূত্র : পার্সটুডে।
