চুয়াডাঙ্গা বুধবার , ২৪ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইমরানকে দমন করতে চায় সেনাবাহিনী

নিউজ রুমঃ
মে ২৪, ২০২৩ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদন:
এবার ইমরান খানের ভারী ‘উইকেট’ পড়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন সবচেয়ে প্রভাবশালী অন্যতম নেতা শিরিন মাজারি। এরপরই পদত্যাগ করেছেন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সাবেক মন্ত্রী ফয়জুল হাসান কোহান। এ অবস্থায় বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টের শিরোনামে বলা হয়েছে, ইমরান খানকে দমন করতে চাইছে সেনাবাহিনী। পাকিস্তানের ভবিষ্যৎ অনিশ্চিত। এই শিরোনামই বলে দিচ্ছে ভেতরের সব কথা। কয়েকদিনে বেশ ক’জন এমপি ইমরান খানের দল ত্যাগ করেছেন। কিন্তু গতকাল হেভিওয়েট দু’জন নেতার পদত্যাগের পর প্রশ্ন উঠেছে, সেনাবাহিনীর চাপে এসব নেতা পদত্যাগ করছেন। এমনটা মনে করে পাকিস্তানি মিডিয়া। এভাবে যদি একের পর এক নেতা ইমরান খানকে ত্যাগ করতে থাকেন, তাহলে তার টিকে থাকাই কঠিন হবে।

এরই মধ্যে গুজব ছড়িয়েছে তাকে বিদেশে পাঠিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। জবাবে ইমরান খান বলেছেন, পাকিস্তান ছেড়ে কোথাও যাবো না। পাকিস্তান আমার দেশ। তার ওপর চাপ যে আছে, তার এই বক্তব্য থেকেই বোঝা যায়। তবে গ্রেপ্তার আশঙ্কা থেকে আপাতত মুক্ত ইমরান খান। আটটি মামলায় গতকাল জামিন পেয়েছেন তিনি। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। বলেছেন, তাকে হত্যা করা হতে পারে। অবশেষে আল কাদির ট্রাস্ট মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোতে (এনএবি) চার ঘণ্টা জিজ্ঞাসা শেষে মঙ্গলবার সেখান থেকে বেরিয়ে গেছেন তিনি।

ওদিকে ৯ই মে সহিংসতায় বেসামরিক ব্যক্তিদের বিচার সামরিক আদালতে বিচারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে ইমরান খানের দল। অন্য এক পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারক মুনিব আখতার বলেছেন, নির্বাচনের সঙ্গে দেশের লাখ লাখ মানুষের অধিকার জড়িত। তিনি ৯০ দিনের মধ্যে নির্বাচন জনগণের স্বার্থে হওয়া উচিত বলে মত দেন। পাকিস্তান নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে তাদের ৪ঠা এপ্রিলের রায় পুনরায় পর্যালোচনার জন্য পিটিশন দিয়েছিল। ওই রায়ে সুপ্রিম কোর্ট পাঞ্জাব প্রদেশের নির্বাচন ১৪ই মে করার নির্দেশ দিয়েছিল। তা পর্যালোচনা করার দাবি জানিয়ে পিটিশনের জবাব দিচ্ছিলেন বিচারপতি মুনিব আখতার। তিনি বলেন, পাঞ্জাব এবং খাইবার পখতুনখাওয়ার জনগণের অধিকার নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। মঙ্গলবার এ নিয়ে শুনানি হয় প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, বিচারক ইজাজুল আহসান ও মুনিব আখতারের সমন্বয়ে গঠিত বেঞ্চে। এর আগের শুনানিতে জোট সরকার এবং পিটিআইকে নির্বাচন নিয়ে অচলাবস্থা কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছিলেন।

গতকাল আটটি মামলায় জামিন পাওয়ার পর ইমরান খান আল কাদির ট্রাস্ট মামলায় রাওয়ালপিণ্ডিতে এনএবি অফিসে জেরার মুখে পড়েন। সেখানে প্রায় চার ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ মামলায় বলা হয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী বুশরা বিবি কয়েক শত রুপি এবং কয়েক শত কানাল জমি বাহরিয়া টাউন লিমিটেড থেকে লুফে নিয়েছেন ৫০০০ কোটি রুপিকে বৈধ করার জন্য। ইমরান খান ক্ষমতায় থাকা অবস্থায় ওই অর্থ শনাক্ত করে বৃটেনে ফেরত পাঠানো হয়। এ অভিযোগে এনএবি অফিসে স্থানীয় সময় দুপুর ১২টায় উপস্থিত হন ইমরান খান ও বুশরা বিবি। এ জন্য সেখানে নেয়া হয় কঠোর নিরাপত্তা। ইমরান খান যখন এনএবি অফিসে প্রশ্নের মুখে তখন তার স্ত্রী বুলেটপ্রুফ গাড়িতে বাইরে অপেক্ষা করছিলেন। জিজ্ঞাসাবাদে এনএবি’র সম্মিলিত অনুসন্ধান টিম ইমরান খানকে এক সেট প্রশ্ন দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।