চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ইমন-সালওয়ার ‘বীরত্ব’ ৩৩ সিনেমা হলে

নিউজ রুমঃ
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদন: আগামী শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা সাইদুর রহমান রানা পরিচালিত ‘বীরত্ব’। এতে চিত্রনায়ক মামনুন ইমনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মঞ্চ থেকে আসা নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। সিনেমাটি শুক্রবার ৩৩ হলে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি মুক্তি উপলক্ষে মঙ্গলবার এফডিসির ভিআইপি প্রজেকশন হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছবির পরিবেশক জাহিদ হাসান অভি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, ছবির নায়ক ইমন, নায়িকা সালওয়া, চিত্রনায়িকা নিপুণ, অভিনেতা ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, আহসান হাবীব নাসিম, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, শিশুশিল্পী এমিলিসহ আরও অনেকে। এসময় নিজের প্রথম সিনেমা প্রসঙ্গে পরিচালক সাইদুল ইসলাম রানা বলেন, ‘বীরত্ব’ একজন সাহসী যুবকের জীবনের নানা ঘাতপ্রতিঘাতের গল্প। চরিত্র সেটাই যেটা ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করে, যে অন্যায়ের বিরুদ্ধে লড়ে। আমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ডা. রাজু এমনই একটি চরিত্র। আপনারা সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখলে সেটা অনুভব করতে পারবেন। ‘বীরত্ব’ দিয়ে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছেন অভিনেত্রী নিপুণ আক্তার। চলচ্চিত্রটির জন্য দৌলতদিয়া ঘাটে অবস্থিত যৌনপল্লীতে বেশ কয়েকদিন থাকতে হয়েছিল তাকে। নিপুণ বলেন, ‘এই সিনেমায় আমাকে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে। বর্তমানে যৌনকর্মীদের ভোটাধিকার দিয়েছেন সরকার। তারই কিছু অংশ এ সিনেমায় দেখতে পাবেন দর্শক।’ চিত্রনায়ক ইমন বলেন, ‘সিনেমায় তো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি, এবারই প্রথম চিকিৎসকের চরিত্র করলাম। চরিত্রটির মাধ্যমে দর্শক আমাকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন। পরিচালক বেশ পরিশ্রম করেই সিনেমাটি তৈরি করেছেন। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে সালওয়ার। তিনি বলেন, আমি এই সিনেমায় ডাক্তার দিনাত চরিত্রে অভিনয় করেছি। আমরা প্রত্যেকে এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছি। আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলে আমাদের কষ্ট সার্থক হবে। ‘বীরত্ব’ সিনেমায় ছোট পর্দার নন্দিত অভিনেতা ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিম মাসুমকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। প্রথমবারের মতো তারা দুজ’নই সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, রওনক হাসান, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্ণা, প্রণব ঘোষ, প্রিয়ন্তি গোমেজ, ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়াসহ অনেকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কোনো আইটেম গানে কোমর দুলিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা নিজেই। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক, সিনেমার নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত। পরিবেশনা করেছে দ্য অভি কথা চিত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।