
ঝিনাইদহ অফিস:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে আটকে রেখে এক শিক্ষার্থীকে ‘নির্যাতন ও ভিডিও ধারণের’ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী গাজী মো. মহসীন।
বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হলে গতকাল সকালে তা বেঞ্চটির নজরে আনেন আইনজীবী গাজী মো. মহসীন, আজগর হোসেন ও আসাদুজ্জামান আনসারী। তখন আদালত বলেন, চাইলে লিখিত আকারে আবেদন নিয়ে আসতে পারেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। পরে বিকেলে রিটটি দায়ের করেন গাজী মো. মহসীন। তিনি বলেন, ওই ঘটনায় জড়িত দুজনের নাম পত্রিকায় এসেছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ আটজনকে রিটে বিবাদী করা হয়েছে।