
খেলাধুলা ডেস্ক: ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই গুঞ্জন চলছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন গ্যাব্রিয়েল বারবোসা। সদ্য শেষ হওয়া রিও অলিম্পিকে ফুটবলে ব্রাজিলের সোনা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এর পর থেকেই সেলেসাও এই তারকাকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যানইউতে নয়: শেষপর্যন্ত সিরি’আ ক্লাব ইন্টার মিলানে খেলতে যাচ্ছেন তিনি। গ্যাব্রিয়েল ছাড়াও পর্তুগালের মিডফিল্ডার জোয়াও মারিওকেও দলে ভেড়াচ্ছে ইতালির অন্যতম সফল ক্লাব ইন্টার মিলান। এই দুই তারকাকে দলে নেওয়া প্রসঙ্গে ইন্টার মিলান টুইটারে জানায়, গ্যাব্রিয়েল ইতোমধ্যে মিলানে পৌঁছেছে। জোয়াও মারিও পথে আছে। ঘরের মাঠের অলিম্পিক ফুটবলে ব্রাজিলের হয়ে ছয়টি ম্যাচেই মাঠে নেমেছেন গ্যাব্রিয়েল। দলীয় অধিনায়ক নেইমারের সঙ্গে ব্রাজিলকে স্বর্ণ পদক জেতাতে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন তিনি। অন্যদিকে জোয়াও মারিও পর্তুগালের হয়ে ইউরো শিরোপা জয়ে দারুণ পারফরমান্সের জন্য ইন্টার মিলানের নজরে আসেন।