খেলাধুলা প্রতিবেদন:
টোকিও অলিম্পিক গেমসে চমক দেখিয়েছে ইতালির সাইক্লিস্টরা। বিশ্ব রেকর্ড গড়ার পরের দিনই তা ভেঙে ফেললেন তারা। আর তাতেই ৬১ বছরে প্রথমবার পুরুষদের দলগত পারস্যুট ইভেন্টে অলিম্পিক চ্যাম্পিয়ন হলো ইতালির সাইক্লিস্টরা। সিমোনে কানসোনি, ফিলিপ্পো গান্না, ফ্রান্সেস্কো লামোন ও জোনাথন মিলানের দল ডেনমার্ককে হারায় তিন মিনিট ৪২.০৩২ সেকেন্ড টাইমিংয়ে। যা বিশ্ব চ্যাম্পিয়ন ডেনিশদের চেয়ে ০.১৬৬ সেকেন্ড দ্রুত। এই ইভেন্টে ইতালি এখন অষ্টমবার চ্যাম্পিয়ন হলো। তবে ১৯৬০ সালের রোম অলিম্পিকের পর প্রথম। মঙ্গলবার প্রথম রাউন্ডে ৩.৪২.৩০৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড ভেঙেছিল। অস্ট্রেলিয়া জিতেছে ব্রোঞ্জ।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।