ইতালিতে ভূমিকম্প এলাকায় জরুরি অবস্থা ঘোষণা

সমীকরণ ডেস্ক: ইতালির ভূমিকম্প আক্রান্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি ওই এলাকা পুনর্গঠনে ৫ কোটি ইউরো বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন। এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ২৬৭ জন। আহত হয়েছে প্রায় ৪০০ জন। টানা দ্বিতীয় রাতের মতো ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে উদ্ধার কাজ চলছে। তবে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ধীরে ধীরে কমে আসছে। এ খবর দিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, প্রায় ৫ হাজার উদ্ধারকারী সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে একের পর এক আফটারশক উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৯২০টি আফটারশক অনুভূত হয়েছে বলে জানা গেছে। এদিকে শহর পুনর্গঠনের জন্য অর্থ বরাদ্দ ছাড়াও, প্রধানমন্ত্রী রেনজি বাসিন্দাদের কর মওকুফ করে দিয়েছেন। পাশাপাশি তিনি ‘ইতালিয়ান হোমস’ নামে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন। ভূমিকম্প আক্রান্ত এলাকায় দুর্বল ভবন ধসে পড়েছে বেশি। এ নিয়ে দেশটিতে অব্যাহত সমালোচনার প্রেক্ষিতে এ ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী।