ইটভাটার পাশে পড়েছিল নারীর বিবস্ত্র মরদেহ

প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার মহাজনপুর গ্রামের এস আর আবদুর রাজ্জাকের ইটভাটার পাশে ফিরাতুলের গমখেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মহাজনপুর গ্রামের ফিরাতুল গমখেতে অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মরদেহ উদ্ধারের সময় বিবস্ত্র ও হাত-পা বাঁধা ছিল। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ইউপি সদস্য সোহরাব হোসেন ও ইউপি সদস্য ফিদু শেখ জানান, ‘আমরা এলাকার কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারিনি।’ মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, মরদেহর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।