ইজিবাইক থেকে পড়ে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

মেহেরপুর অফিস:
মেহেরপুরের গাংনীতে ইজিবাইকে উঠতে গিয়ে সড়কে ছিটকে পড়ে হানুফা খাতুন (১৩) নামের বাক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী বাজারের দারুস সালাম জামে মসজিদের সামনে মর্মান্তিক ওই ঘটনা ঘটে। নিহত হানুফা উপজেলার কসবা গ্রামের আব্দুল হান্নান ওরফে হানার মেয়ে। জানা গেছে, প্রতিবন্ধী হানুফা তার মায়ের সঙ্গে গাংনীর শিশিরপাড়া থেকে বাড়ি যাওয়ার জন্য একটি ইজিবাইকে উঠতে গিয়ে পা ফসকে রাস্তায় পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।