শুভ্র দেব বসুু
শ্রেনি: অষ্টম
চুয়াডাঙ্গা ভি.জে.সরকারি উচ্চ বিদ্যালয়।
সুখে দুঃখে আনন্দ বেদনায়,
থাকবো সবার পাশে।
অশ্রু-বারি তাপ-পরিতাপ,
নেবো ভাগ করে।
সমাজ সেবায় থাকবো আমি,
থাকবো মানবতায়।
সবার সাথে মিলে মিশে,
গড়বো সোনার দেশটা ভাই।
Copyright 2016 all rights reserved @ Design by Protechtionserver