আ.লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মুজিবনগরে ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি মুখ

r4t54

মুজিবনগর প্রতিনিধি: আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি মুখ করেছে মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগ। গতকাল সোমবার সকাল ১১টার সময় কলেজ ছাত্রলীগের সভাপতি শাহওলিউল্লা সোহাগের সভাপতিত্বে মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গন থেকে একটি আনন্দ মিছিল বের হয়।  মিছিলটি  প্রধান সড়ক প্রদক্ষিন করে  দারিয়াপুর বাজার  হয়ে কলেজে গিয়ে শেষ হয়। পরে মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজে মিষ্টি মুখ করে ছাত্রলীগের নেতা কর্মীরা। সভাপতির বক্তব্যে বলেন ২০তম জাতীয় কাউন্সিলে যারা নতুন নেতৃত্বে এসেছেন তারা আওয়ামী লীগ সংগঠনকে নিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়া এবং দারিদ্র ও ক্ষুধা মুক্ত দেশ গড়ার কাজ করে যাবে। এসময় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আক্তারুজামান মিঠুন, সহ-সভাপতি মানিক, সহ-সংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ,  যুগ্ম-সম্পাদক ফারুক, কলেজ ছাত্রলীগ নেতা তুষার ইমরান, সাজু, আলমগীর, বিদ্যুৎ, শিশির ও হাফিজুর ।