নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে পুনরায় মেয়র প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম জমা দিয়েছেন। গতকাল শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে তিনি আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছ থেকে মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম উঠিয়ে নির্দেশনা অনুযায়ী পূরণ করে জমা দেন। আজ ২৮ নভেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই আবেদনপত্র বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।
মেয়র প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর দলীয় মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়ন সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজ রহমান মাসুদ, এম জাহাঙ্গীর আলম, রাসেল আহমেদ মিঠু প্রমুখ।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত