সাইফুল ইসলাম, ডাকবাংলা:
ঝিনাইদহে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ কমিটির নব-নির্বাচিত সভাপতি হলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ মিয়া। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ডাকবাংলা আ. রউফ ডিগ্রি কলেজের হলরুমে অনানুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এ ঘোষণা দেওয়া হয়। ডাকবাংলা আ. রউফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ মিয়া। উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শফি উদ্দিন আহমেদ মিণ্টু, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল মণ্ডল, সাজ্জাদ হোসেন তপন, কলেজের প্রভাষক বি এম আমিরুজ্জামান, মনোয়ার হুসাইন, সাইদুর রহমান, মোদাচ্ছের আলী, জিনাত জেসমিন, খুরশিদ মোহাম্মদ সালেহ, আমির হামজা প্রমুখ। বক্তারা কলেজ জাতীয়করণ, কলেজের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক ও সাংবাদিক শাহানুর আলম।