আয়ারল্যান্ডে সিরিজ বাংলাদেশের : প্রথম হ্যাটট্রিক রুমানার

31384_s1খেলাধুলা ডেস্ক: লেগ স্পিন তারকা রুমানা আহমেদ দেখালেন ঐতিহাসিক এক হ্যাটট্রিক। আর স্বাগতিক আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজ জয় দেখলো বাংলাদেশ। আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০তে জিতে নিলো জাহানারা বাহিনী। শনিবার বেলফাস্টে আগে ব্যাটিং শেষে আয়ারল্যান্ডকে ১০৭ রানের টার্গেট দেয়  বাংলাদেশ।  আর ব্যাট হাতে ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। বাংলাদেশের বল হাতে হ্যাটট্রিক করেন রুমানা আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি নারী বোলারের এটি প্রথম হ্যাটট্রিক। ২০ রানে তিন উইকেট নেন রুমানা। বাংলাদেশ ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার সানজিদা ইসলাম। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে ভেসে যায় বৃষ্টিতে। এর আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে জয় পায় স্বাগতিক আইরিশরা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি পণ্ড হয় বৃষ্টিতে। ওয়ানডে সিরিজটিও শুরুতে ছিল দুই ম্যাচের। তবে বল মাঠে গড়ানো ছাড়াই প্রথম ওয়ানডে  পণ্ড হয়ে গেলে সিরিজে তৃতীয় ম্যাচটি সংযোজন করে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। দ্বিতীয় ওয়ানডেতে সাকুল্যে খেলা হয় ১৮ ওভার। বেলফাস্ট মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা আলম। আর দলীয় ২৫ রানে পাঁচ উইকেট খুইয়ে দিশাহারা দেখাচ্ছিল জাহানারা বাহিনীকে। তবে শেষের ব্যাটারদের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। ৪০.১ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ১০৬ রানে। এর ২৬ রান ছিল অতিরিক্ত থাতে। যার ২৩ রান জমা পড়ে ওয়াইড থেকে। জবাবে আইরিশদের শুরুটা ছিল দারুণ। প্রথম উইকেটে স্কোর বোর্ডে জমা পড়ে ৫২ রান। তবে এক ওভারে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান অফস্পিন তারকা খাদিজা তুল কুবরা। দলীয় ৫২ রানে সাজঘরে ফেরেন আইরিশ ওপেনার মেগ কেনডাল ও ওয়ানডাউন ব্যাটার শাউনা কানাভাঘ। আর ব্যক্তিগত ৩৫ রানে অপর ওপেনার সিসিলিয়া জয়েস রান আউট হয়ে গেলে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬৬/৩-এ। পরে বল হাতে ভেলকি দেখায় রুমানা আহমেদ। পরপর তিন বলে সাজঘরের পথ দেখান আয়ারল্যান্ডের তিন ব্যাটার কিম গার্থ, প্রথম টি-টোয়েন্টির হাফ সেঞ্চুরিয়ান ক্লেয়ার শিলিংটন ও ম্যারি ওয়ালড্রনকে। পরের ওভারেই আঘাত হানেন অপর স্পিনার ফাহিমা খাতুন। এতে ৮৫/৮ সংগ্রহ নিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিক আইরিশরা। বাংলাদেশ দলের চার স্পিনার ভাগাভাগি করেন রান আউট ছাড়া আয়ারল্যান্ডের পতন হওয়া ৮ উইকেট।