আালমডাঙ্গায় গণিত উৎসব-২০২৩ উদ্যাপন

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা একাডেমি বিদ্যালয় চত্বরে গণিত উৎসব-২০২৩ উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় প্রায় ৩ শ ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ৩টি ক্যাটাগরিতে এ গণিত উৎসবের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী লিখিত পরীক্ষার মাধ্যমে ৫০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষায় গাণিতিক সমস্যার সমাধান করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে ৭০ জনকে বিজয়ী ঘোষণা করে তাদেরকে পুরস্কৃত করা হয়। গণিতের প্রতি ভীতি দূর করা ও গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার জন্য আলমডাঙ্গা একাডেমি প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলমডাঙ্গা একাডেমি বিদ্যালয়ের শিক্ষক শাহিনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ফজলুল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের গণিতের প্রভাষক মো. ফারুক হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ।