আান্দুলবাড়ীয়ায় শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলায় আন্দুলবাড়ীয়া রাইডার্স ক্রিকেট একাদশকে ৭ রানে হারিয়ে বিজয় লাভ করে আন্দুলবাড়ীয়া স্ট্রাইটার্ক ক্রিকেট একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার (ছোট মনি)। প্রধান অতিথি থেকে বিজয়ী দলের অধিনায়ক সবুজের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ক্রীড়া সংস্থার উপদেষ্টা ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।
বিশেষ অতিথি থেকে পরাজিত দলের অধিনায়ক শেখ শামীমের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোল্লা রেজাউল করিম রেজা, সদস্য আলী উদ্দীন, কাজী ইয়াছিন আলী টনি, তারিক হোসেন, শামসুজ্জোহা, হারুণ অর-রশিদ ও নাঈমুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম নাসিম উদ্দীন, ছাত্রলীগ নেতা মীর জ্যাকিসহ ক্রীড়াপ্রেমী ও ক্রিকেট খেলানুরাগী ভক্ত, দর্শকবৃন্দ।
উক্ত খেলায় টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাবাচিত হন জুয়েল। আম্প্যায়ারের দায়িত্ব পালন করেন শিক্ষক মনোয়ার হোসেন ও ঝণ্টু শেখ। ধারাভাষ্য দেন শোভন। বাউন্ডারির বাইরের বল কুড়িয়ে সহযোগিতা করেন মোল্লা আপনসহ তার দল।