নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে জেলা শ্রমিকলীগের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌর আওয়ামী লীগের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, সহসভাপতি আব্দুল মাজেদ, আব্দুস ছালাম (পোস্ট অফিস), আব্দুস ছালাম (বিএডিসি), জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, মিরাজুল ইসলাম নান্টু, সহ সাধারণ সম্পাদক, শ্রী রবিন কুমার, আব্দুস ছামাদ লালা, আরিফ হাসান, সাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জুলিয়াস আহমেদ, মিল্টু, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ইদু, আব্দুল মান্নান মুন্না, সহপ্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহদপ্তর সম্পাদক আসাদুজ্জামান শিমুল, অর্থবিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন নসু, শিক্ষা সাহিত্যবিষয়ক সম্পাদক ফিরোজ খন্দকার, সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী গৌরচন্দ্র সরকার, মহিলাবিষয়ক সম্পাদক পারভীন খাতুন, উপজেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি টোকন মিস্ত্রি ও সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম শফি, টার্মিনাল শ্রমিকলীগের সভাপতি মো. ফজলুর রহমান কাবিল ও সাধারণ সম্পাদক লিটন, জেলা শ্রমিকলীগের অন্যতম সদস্য জালাল উদ্দিন, কিয়ামুদ্দিন, বিএডিসি শ্রমিকলীগের সদস্য মমিন সরদার, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মকবুল হোসেন, গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মুন্না, এক্সট্রা মোহরার নকল নবিশ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক পলাশসহ সকল সেক্টরের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবলীগ নেতা মো. আব্দুল কাদের।