
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে প্রচার-প্রচারণা উপলক্ষে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় ওয়ার্ড আওয়ামী লীগের নিলার মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা এবং জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সহসভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল কাদের, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, মো. লুৎফর রহমান, ছাত্রলীগের নেতা রকিবুল হাসান প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম।