দর্শনায় সাম্প্রতিক সংগঠনের বিজয় মেলার ৫ম দিনে
ওয়াসিম রয়েল: ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিজয় হোক আনন্দময়’ এই শ্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের ২১তম বিজয় মেলা ও নাট্যোৎসবের ৫ম দিনে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় দর্শনা সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের বিজয় মেলার ৫ম দিনে আলোচনা, সাংস্কৃতিক সন্ধা ও নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কাস পার্টির নেতা সৈয়দ মজনুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীর মানচিত্রে স্বাধীনতা বিজয়ের মাধ্যমে যেমন বাংলাদেশের নাম লিপিবদ্ধ হয়েছে। ঠিক তেমনই অনেক বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে মাথা উচু করে দাঁড়াবে। আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রধান শিক্ষিকা আরতি হালসানা। আলোচনা অনুষ্ঠানের শেষে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে নাটক অভাগী সোনিয়া ও ঢাকা থেকে আগত শিল্পি এম এ মান্নানের সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের যুগ্ম সম্পাদক বাকী বিল্লাহ ও সিনিয়র সদস্য আ. হান্নান দুলাল।