চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ নিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ নিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টেনিস ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও এডাব চুয়াডাঙ্গা জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডাব চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি বিল্লাল হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল। এডাব জেলা কমিটির সম্পাদক ও পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এডাব খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোহাম্মদ, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম, রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম, আকাংখার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি, জেলা কাজী সমিতির সভাপতি রবিউল হক, সেক্রেটারী সামসুল হক, সদর উপজেলা জামে মসজিদের ঈমাম রেজাউল করিম, কুলচারা জামে মসজিদের ঈমাম মোশারফ হোসেন, জেলা লোকমোর্চার সচিব কানিজ প্রমুখ। এসময় চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়।