
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আলুকদিয়া গ্রামের চকপাড়ায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় আলুকদিয়া গ্রামের চকপাড়ায় এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা সহকারী তথ্য অফিসার মো. রোস্তাম আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাকসুরা জান্নাত।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ২০৪১ সালে উন্নত রাষ্ট্র ও স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম, নারীদের উচ্চশিক্ষা গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়নসহ নারীদের করণীয় এবং দেশের উন্নয়নে নারীদের সম্পৃক্ততার বিষয়ে উপস্থিত নারীদের উদ্দেশ্যে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়া যৌতুক প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, মাদক, বিভিন্ন প্রশিক্ষণের (যেমন-বুটিক, দর্জি, সেলাই ইত্যাদি) মাধ্যমে নারীদের আত্মমর্যাদার উন্নয়নে করণীয় বিষয়, শিশুর পুষ্টি সচেতনতা, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, শিশু শিক্ষাসহ পারিবারিক পরিবেশে শিশুর প্রতি সার্বিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আলকুদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর সদস্য মো. আল বেলাল বাল্যবিবাহ প্রতিরোধ, বিবাহ বিচ্ছেদ, করোনাভাইরাস, ডেঙ্গু প্রতিরোধ এবং নিপাহ ভাইরাস প্রতিরোধে সচেতনতাসহ করণীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলাসহ ১৫০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মো. ফারুক হোসেন।