আলম শঙ্কামুক্ত, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

চুয়াডাঙ্গার বেলগাছিতে ওয়ার্ড আ.লীগ নেতার ওপর হামলার ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বেলগাছি রেলগেটে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ওপর অতর্কিত হামলার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও কোনো মামলা হয়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার এনামুল হকের ছেলে এমদাদ। অপর দিকে, আহত ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলম হোসেন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন আলমের পরিবারের এক সদস্য।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মুসলিমপাড়ার এমদাদকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে আলম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি রেলগেট মোড়ে রনোর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আলমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। জখম আলম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার সুরুজ আলীর ছেলে ও পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত।