নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভালাইপুর মোড় থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক জামাল উদ্দিন (৪৩) হারদী গ্রামের নুরল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আহসানুরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভালাইপুর মোড়ে অভিযান পরিচালানা করেন। অভিযানকালে জামাল উদ্দিনকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। একই সাথে আসামীর কাছ থেকে রেজিস্ট্রেশন বিহনি একটি ভিকটর- আর ১শ’ সিসি’র কালো রং এর মটরসাইকেল জব্দ করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।