আলমডাঙ্গা হাউসপুরের নগদটাকাসহ মালামাল চুরি

আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা পৌরসভা সংলগ্ন হাউসপুর থেকে নাজমুল নামের এক ব্যক্তির বাসা থেকে মাগরিবের নামাজের সময় নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। জানাযায়, আলমডাঙ্গা হাউসপুর গ্রামের খন্দকার হোসেন আলীর ছেলে খন্দকার নাজমুল (২৫) এর বাসা থেকে গতকাল মাগরিবের নামাজের সময় নগদ ২০ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন চুরি হয়। নাজমুলের ধারণা একই পাড়ার টিপু নামের একটি ছেলে এই টাকা ও মোবাইল চুরি করেছে। নাজমুলের গ্রামের বাড়ি আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের জামাজামি বাজারে। গতকাল নাজমুল এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করে।