
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সরকারি কলেজে অ্যাডহক নিয়োগ সম্পন্ন হয়েছে। গত ৬ মার্চ নিয়োগের চিঠি আসার পর গতকাল বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীগণ যোগদান করেছেন। এর পূর্বে কলেজের শিক্ষকরা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার শিক্ষকদের মিষ্টিমুখ করান।
জানা গেছে, আলমডাঙ্গার ডিগ্রি কলেজ সরকারিকরণ করা হয় ২০১৮ সালে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি জাতীয়করণ ঘোষণা হলে কলেজে আনন্দের বন্যা বয়ে যায়। ২০১৮ সালে সরকারি ঘোষণার পর বেসরকারি আমলে নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের লক্ষে পদ সৃজনের বিষয়টি বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সূত্রোক্তপত্রে ৯৯টি পদ সৃজন করে। উক্ত সৃজিত পদে বেসরকারি আমলে নিয়োগপ্রাপ্ত ৯৯ জন শিক্ষক-কর্মচারীকে ২০১৮ বিধি আলোকে কলেজ সরকারিকরণ তারিখ হতে অ্যাডহক নিয়োগ সম্পন্ন করা হয়। নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীরা সরকারিকৃত সকল সুযোগ-সুবিধা পাবেন।
এদিকে, এই চিঠি পাওয়ার পর শিক্ষকরা চুয়াডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম, সহকারী অধ্যাপক রাহাত আরাসহ কলেজের শিক্ষকবৃন্দ।