চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গা শহরে স্থাপিত সিসি ক্যামেরার উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

নিউজ রুমঃ
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর শহরকে প্রশাসনের নজরদারিতে রাখতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা বণিক সমিতি ও থানা প্রশাসনের উদ্যোগে আলমডাঙ্গা বাজারে স্থাপিত সিসি ক্যামেরার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেনম, বর্তমান সরকারের আমলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ডিজিটাল এ যুগে যারা ক্রাইম করে, এ ক্রাইম শনাক্ত করতে সিসি ক্যামেরা বড় অবদান রাখবে। সে লক্ষ্যেই এটা স্থাপন করা হয়েছে। এর রক্ষাণাবেক্ষণের দায়িত্ব বণিক সমিতি ও পুলিশ প্রশাসনকে নিতে হবে। তিনি বলেন, দেশের সকল মানুষ এখন নিরাপদ। যতদিন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, ততদিন দেশের জনগণ তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।
গতকাল সকাল ১০টায় আলমডাঙ্গা থানা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। অতিথি থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুর রশিদ, শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম।
স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন ও চঞ্চল মাহমুদে উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম মণ্টু, নুরুল ইসলাম দীপু, মাসুদ রানা তুহিন, সিরাজুল ইসলাম, বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন, সহসভাপতি কামরুজ্জামান হীরা, জয়নাল ক্যাপ, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, ধর্মীয় সম্পাদক মোতালেব হোসেন, ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ দুলু, সহসভাপতি আনোয়ার হোসেন জালাল, গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ বাবলু, সাধারণ সম্পাদক কামরুল হক রনি, যুবলীগ নেতা সৈকত খান বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আরেফিন, আশিকুর রহমান সুজন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।