আলমডাঙ্গা রেল ষ্টেশনের আউট সিগনালের নিকট ট্রেনে কেটে মধ্যবয়সী মহিলার মৃত্যু

DSC01669

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেল ষ্টেশনের আউট সিগনালের নিকট ট্রেনে কেটে মধ্য বয়সী মহিলা শহরা খাতুন নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে খুলনাগামী মালবাহী ট্রেনে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী শহরা খাতুন (৫০)। এক বছর পূর্বে শহরা খাতুনের ব্রেন স্টোক হয়। সেই থেকে শহরা খাতুনের এক হাত এক পা বিকল হয়ে পড়ে। অনেক চিকিৎসারর পর শহরা খাতুন লাঠি ভর দিয়ে হেটে বেড়ায়। ষ্টেশন থেকে শহরা খাতুন হাটতে হাটতে রেল ষ্টেশনের পশ্চিম দিকের সিগনালের নিকট গিয়ে খুলনা গামী মালবাহী ট্রেনের নিচে ঝাপ দেয়। ট্রেনের নিচে পড়ে শহরা খাতুনের বডি বুকের নিচ থেকে দ্বিখন্ডিত হয়ে মারা যায়। শহরা খাতুনের ২ ছেলে এক মেয়ে রয়েছে। তবে কেন এ বয়সে শহরা খাতুন ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে গতকাল পারিবারিক গোরস্থানে শহরা খাতুনের লাশ দাফন করা হয়।