আলমডাঙ্গা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল বাস্তবায়ন কমিটির তহবিলে নগদ ২৬ হাজার ৫ শ টাকা প্রদান করেছে ‘মোহনা বন্ধু সমিতির’। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গার পাইলট স্কুলের বন্ধু সংগঠন মোহনা বন্ধু সমিতি (মূলধারা) সমিতির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ টাকা প্রদান করেন সংগঠনটি।
মোহনার সভাপতি ডা. মো. আজিজুল হক সোমা, সাধারণ সম্পাদক মো. রওশন আলী, কোষাধ্যক্ষ তোতা মিয়াসহ উপস্থিত সমিতির অন্যান্য বন্ধুরা হাসপাতাল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও যুগ্ম আহ্বায়ক বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনের হাতে ২৬ হাজার ৫ শ টাকার চেক হস্তান্তর করেন।
এছাড়াও মোহনা বন্ধু সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ তোতা মিয়ার সহধর্মিণী হাসপাতাল বাস্তবায়ন কমিটির কাছে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন মোহনা বন্ধু সমিতির সদস্য সোনালী ব্যাংকের সাবেক অফিসার মানোয়ার হোসেন, প্রভাষক আতিয়ার রহমান, সিনিয়র শিক্ষক রেজাউল হক, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।