আলমডাঙ্গার পৌর এলাকায় নির্বাচনি পথসভায় হাসান কাদির গনু
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে পথসভা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র হাসান কাদির গনু। গতকাল বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা পৌর এলাকার রেল স্টেশনমোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় তিনি বলেন, আলমডাঙ্গা পৌরসভায় বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান। পৌর এলাকার রাস্তাঘাট, পানি নিষ্কাশন ব্যবস্থা, রোড়বাতির উন্নয়ন দৃশ্যমান। কিছু দিনের মধ্যেই আরও কাজ শুরু হবে। আমি আপনাদের সন্তান, আমি কথায় নয়, কর্মে বিশ্বাসী। আপনারা আগামী পৌর নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি আপনাদের পাশে থাকতে চাই। এসময় উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, সাফি হুজুর, সৈয়দ মণ্ডল, বারেক মিয়া, আমিরুল ইসলাম, অচিন্ত কুমার, আলাউদ্দিন সাজু,আশিক বেদ,কালু মণ্ডল, কাজি আকরুজ্জামান প্রমুখ।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।