আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু এ কার্যক্রমের উদ্বোধন করেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া, কোর্টপাড়া, উপজেলা পরিষদ এলকায় ফগার মেশিন দিয়ে এ মশক নিধন কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, কাউন্সিলর খন্দকার মজিবুল হক, সদর উদ্দিন ভোলা, আব্দুল গাফ্ফার, মো. বাপ্পি, মহিলা কাউন্সিলর মোনোয়ারা খাতুন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বড়বাবু খন্দকার খাইরুল ইসলাম নাছিম, খন্দকার আসাদুল ইসলাম, মোস্তাক আহম্মদ, সিরাজুল ইসলাম, মামুন আক্তার, হামিদুল ইসলাহম নিলা, ওহিদুল ইসলাম, জেহের আলী, এনামুল হক প্রমুখ।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।