আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা জামজামি ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের রইচ উদ্দিন ও সোহেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে প্রাণ হারায় রইচ উদ্দিন। মারাত্মক জখম হয় সোহেল। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়, গতকাল আলমডাঙ্গা পাঁচলিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সোহেল ও ইন্তাজ আলীর ছেলে রইচ উদ্দিন মোটর সাইকেল যোগে পাচলিয়া থেকে মধুপুরে যাওয়ার পথে মাঠের ভিতর একটি মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। ঘটনাস্থলে পিছলে থাকা রইচ উদ্দিন মারা যায়। চালক সোহেল কোনমতে প্রাণে বাঁচলেও মারাত্মক যখম হয়ে রাস্তার ধারে পড়ে থাকে। এসময় আসপাশের এলাকার লোকজন তাদের উদ্ধার করে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। লাশ ময়না তদন্তের জন্য আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। আলমডাঙ্গা থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে জামজামি ইউনিয়নের চেয়ারম্যানসহ রইচ উদ্দিনের পরিবার দাবি করছে রাস্তার উপর গাছ কেটে ফেলার সময় দূর্ঘটনার কবলে পতিত হয়ে রইচ উদ্দিন মারা যায়।