আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) অফিস কক্ষে সন্ধ্যা ৭টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ৫ মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জানা যায়, চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মুক্তার আলীর স্ত্রী পারভীন (৩২) কে ৫০ গ্রাম গাজাসহ আটক করে। পুরাতন পাঁচলিয়া গ্রাম থেকে মেহের মুন্সির ছেলে বকুল (৩৫) কে ২০ গ্রাম গাজাসহ আটক করে। হাটখোলা পাঁচলিয়া গ্রাম থেকে আব্দুর রাজ্জাকের ছেলে ফিরোজ (৩২) কে ২০ গ্রাম গাজাসহ আটক করে। আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের নেকবারের ছেলে শহিদুল ইসলাম (২৫) কে ২০ গ্রাম গাজাসহ আটক করে। একই ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের মৃত উম্বাদ আলীর ছেলে বেল্টু (২৮) কে ২৫ গ্রাম গাজাসহ আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে সন্ধ্যা ৭ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস কক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ মদক ব্যবসায়ীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকাল রাতে তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়।