
আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক ২টি মারামারির ঘটনায় সোনিয়া খাতুন (৩৫) ও রহিমা খাতুন (৬৫) ভর্তি হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী সোনিয়া খাতুনকে জমাজমি নিয়ে পূর্ব শত্র“ তার জেরধরে পাশের বাড়ির মৃত. ওসমান আলীর ছেলে আনছার আলী (৫০) দেশীয় অস্ত্র শাবল দিয়ে আঘাত করলে সোনিয়া খাতুন মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য, সোনিয়ার স্বামী ইদ্রিস আলী ও আনছার আলীর মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার উভয়পক্ষ আমিন নিয়ে সীমনা নির্ধারণ করে। এরইএক পর্যায়ে গতকাল সোনিয়া খাতুন তাদের সীমানায় খুঁটিপুততে গেলে আনছার আলী তাকে লোহার রড দিয়ে আঘাত করে। এই ব্যাপারে সোনিয়ার স্বামীইদ্রিস আলী মামলা করার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামে পারিবারিক কলহের জেরধরে আমজাদের স্ত্রী রহিমা খাতুন (৬৫)কে বেটার বৌকালুর স্ত্রী চামেলী খাতুন ইট দিয়ে আঘাত করলে মাথা ফেঁটে যায়। এসময় বাড়ির লোকজন রহিমা খাতুনকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে পরিবারে অশান্তি বিরাজ করছে।