আলমডাঙ্গা নগর বোয়ালিয়ার গাঁজাচাষি জানিক গ্রেপ্তার

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়ায় নিজ বাড়িতে গাঁজা গাছ লাগিয়ে চাষ করা মাদক ব্যবসায়ী জানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর জানিকের বাড়ি থেকে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ দুটি গাঁজা গাছ উদ্ধার করে। এ সময় জানিক পলাতক ছিলেন।
জানা গেছে, উপজেলার নগর বোয়ালিয়া গ্রামের মৃত আজিবার রহমান আদুর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী জানিক দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা চাষ করে আসছিলেন। এছাড়া তিনি বাইরে থেকে গাঁজা কিনে নিয়ে এসে এলাকায় বিক্রি করতেন। নিজ বাড়িতে গাঁজা চাষ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে জানিকের সম্পর্কের অবনতি ঘটে। এরই মধ্যে ঘটনাটি পুলিশের কান অব্দি পৌঁছে যায়। গত মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে হাটবোয়ালিয়া পুলিশ ফাঁড়ির আইসি এসআই বজলুর রশিদ ফোর্স নিয়ে গাঁজাচাষি মাদক ব্যবসায়ীর বাড়ি অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছ কেটে আনেন। অভিযানকালে অভিযুক্ত মাদক ব্যবসায়ী জানিক আলী বাড়িতে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় জানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। গতকাল সোমবার দুপুরে জানিকে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ বজলুর রশীদ জানান, জানিক নিজ বাড়িতে গাঁজা চাষ করেছেন, এ সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জানিক বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাঁর বাড়ি থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করে নিয়ে আসি। ওই দিনই আলমডাঙ্গা থানায় জানিককে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। গতকাল জানিক বাড়ি এসেছে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জানিককে গ্রেপ্তার করা হয়েছে।