
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পরিদর্শন শেষে প্যারেড গ্রাউন্ড ও থানা মসজিদের নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা থানা পরিদর্শনের শুরুতেই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে নতুন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র সালাম প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এসময় থানার ওসি (তদন্ত) আব্দুল আলিমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি থানা মসজিদে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন।
থানা পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সকল কর্তকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এসময় আলমডাঙ্গা উপজেলাসহ অত্র এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অবৈধ সমাবেশ/জনতা মোকাবিলায় পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগ সংক্রান্ত আইনানুগ নিয়মসমূহের প্রতিপালন, পুলিশের কল্যাণ, বিট পুলিশিং, ফেসবুক ব্যবহারে সরকারি নির্দেশনা মেনে চলা, থানা কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি গাড়ির বিধি মোতাবেক ব্যবহার, সঠিকভাবে ইউনিফর্ম পরিধান করা, থানা পরিস্কার রাখা, থানা কম্পাউন্ডের অনাবাদি জমিতে চাষাবাদ অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।