
আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা পাঁচকমলাপুর ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করেছে। গত ৫ আগস্ট শনিবার খাদিমপুর গ্রামের পলাশের বাড়ি থেকে এদেরকে আটক করে। জানাগেছে, উপজেলার খাদিমপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে পলাশ(৩২) দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রয় করে। গত শনিবার রাতে পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় পলাশের বাড়িতে। একই গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল হালিম(৩১), মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আতিয়ার রহমান ও মতিয়ার রহমানের ছেলে শিলন (২৬) প্রতিদিনের ন্যায় পলাশের বাড়িতে গাঁজা কিনে খাওয়ার জন্য আসে। তারা পলাশের কাছ থেকে গাঁজা কিনে যাওয়ার সময় পাঁচ কমলাপুর ক্যাম্পের ইনচার্জ অভিযান চালায়। এসময় পলাশসহ ৪ জনকেই আটক করে। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সকালে আলমডাঙ্গা থানায় নিয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। গতকালই তাদের জেল হাজতে প্রেরণ করেন।